প্রায় দুশো বছর ব্রিটিশ জমানার অধীনে থাকার আগে আরও সাতশ বছরের ইসলামিক শাসনাধীন ছিল আমাদের দেশ ভারতবর্ষ৷ এই শাসকরা সবাই ছিল বহিরাগত৷ ভারতের মতো ধনসম্পদ ও প্রাকৃতিক বৈচিত্র্যে পরিপূর্ণ একটি দেশ এদেরকে আকৃষ্ট করেছিল, বলাই বাহুল্য৷ এদের কেউ কেউ এদেশে এসে স্থায়ীভাবে আস্তানা তথা সাম্রাজ্য বিস্তার করেছিল ঠিকই, কিন্তু বেশিরভাগই ছিল লুঠেরা, বর্বর, নরহন্তা৷ তারা শুধু যে আমাদের বিশাল ঐশ্বর্য লুন্ঠন করেছিল বা একের পর এক জাগ্রত বিগ্রহের প্রাচীন মন্দিররাজি ভেঙে গুঁড়িয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিল কেবল তাই নয়, শত সহস্র নিরীহ ভারতবাসীকে নির্বিচারে হত্যা করে ভারতীয় সংস্কৃতিকে ধ্বংস করতে চেয়েছিল৷ এই দীর্ঘ ইসলামিক শাসনকালের নানা সময়ে এদের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন বেশ কিছু ভারতীয় বীর৷ পুরুষ ও নারী নির্বিশেষে অস্ত্র হাতে সমানে সমানে লড়াই করেছিলেন তাঁরা এই বহিরাগত অমানবিক শত্রুদেরকে রুখে দিতে৷ দেশমাতৃকার এই বীর সন্তানদের আত্মবলিদানের কথা সংক্ষেপে বর্ণিত হলো৷
ISBN: | 978-81-981786-7-1 |
Publish Date: | November, 2024 |
Page: | 96 |
Language: | Bengali |
Binding: | Hardboard |