‘ডুয়ার্স’ নামটির বিশ্বব্যাপী পরিচয় থাকলেও ভুগোল বইতে এই নামের কোনও অস্তিত্ব নেই, সেকালে হিমালয়ের মধ্য দিয়ে ভুটানে যাওয়ার যে দুর্গম পথগুলি ছিল, ইংরেজদের ভাষায় তা ছিল Doors। এই ডোরস (Doors) কথাটিই কালে কালে ডুয়ার্স (Dooars)-এ পরিণত হয় বলে সর্বজন গৃহীত ধারণা। বস্তুত ইংরেজ আমলেই হিমালয়ের পাদদেশে এই গহীন অরণ্য ঘেরা অঞ্চলটিতে চা বাগান পত্তন হয়, রেললাইন বসে, বাইরের মানুষের সমাগম হয়, আর তাকে ঘিরে গড়ে ওঠে নগর জনপদ। ইংরেজরা চলে গেলে ডুয়ার্স ভাগ হয়ে পড়েছে প্রতিবেশী দুই রাজ্যে, পশ্চিমবঙ্গ ও আসাম। এখন রয়ে গেছে নদী-জঙ্গল-চা বাগান ঘেরা ডুয়ার্সের নান্দনিক ল্যান্ডস্কেপ, এখানকার আদি জনজাতি এবং অরণ্যের বিশাল বায়োডাইভারসিটি। স্বভাবতই দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে ডুয়ার্স। স্কুলপড়ুয়া ছেলেমেয়েদের মনে ডুয়ার্স অঞ্চল সম্পর্কে একটি প্রাথমিক ধারণা দেওয়ার জন্য এই বই। বড়দেরও জানতে সাহায্য করবে।
ISBN: | 978-81-981786-5-7 |
Publish Date: | 15-11-2024 |
Page: | 96 |
Language: | Bengali |
Binding: | Hard Board |