ভারতের অন্যান্য অংশের সঙ্গে উত্তরবঙ্গের আদিবাসী সম্প্রদায়ের মানুষও দেশের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিল বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে৷ নানা নির্যাতন, মৃত্যুকে তুচ্ছ করে বারবার তারা ঝাঁপিয়ে পড়েছে ইংরেজদের বাহিনীর উপর৷ উৎখাত করতে চেয়েছে শাসকগোষ্ঠীর চির সহচর জমিদার, মহাজনদের৷ উত্তরবঙ্গের আটটি জেলার সেই স্বাধীনতাকামী রাজবংশী সমাজের জেলা ভিত্তিক স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণের কথাই তুলে ধরার একটা প্রয়াস করা হয়েছে এই গ্রন্থের মাধ্যমে৷
ISBN: | 978-81-951576-8-6 |
Publish Date: | October, 2021 |
Page: | 112 |
Language: | Bengali |
Binding: | Hardbound |