বাংলা প্রেমের কবিতায় রাজেশ্বরী সিরিজ এক অনন্য মাইলস্টোন। এই বইয়ে রয়েছে বাছাই করা ১০০টি রাজেশ্বরী সিরিজের কবিতা। "একবার বলে ফেললেই দেখতে পারতে সুন্দর তোমার পায়ের কাছে" দিয়ে শুরু করে কখনো প্রগাঢ় দাবি "আমার ভাগ কাউকে দিতে রাজি নই", কখনো কষ্ট "জানালাগুলো ভালো করে আটকে দাও/আমার মৃতদেহ ঢুকে যেতে পারে তোমার শোবার ঘরে", কখনো ঘন কুয়াশাকে সরাতে সরাতে গোটা উত্তরবঙ্গ এক্সপ্রেস কবিকে নিয়ে পৌঁছে যাচ্ছে রাজেশ্বরীর দোরগোড়ায়, কোনোদিন রাজেশ্বরীর জন্য নির্মম দুঃসংবাদ লিখছেন কবি, ডোম হয়ে পোড়াচ্ছেন তাকে, আবার তিনিই বলছেন "আসলে তুমি ছাড়া আমার আর অন্য কোনো গন্তব্যও নেই"। গভীর বোধ আর দর্শনে নিবিড় ভালোবাসার উচ্চারণ প্রতিটি কবিতা ঘিরে।
ISBN: | 978-81-95549-1-1 |
Publish Date: | 28 February, 2022 (কলকাতা বইMayলা) |
Page: | 112 |
Language: | Bengali |
Binding: | Board & Jacket |