নান্টু চৌকিদার। সুন্দরবনের সজনেখালি অভয়ারণ্যে গত প্রায় এক দশক ধরে একচ্ছত্র রাজত্ব চালায় এই আলফা মেল রয়াল বেঙ্গল টাইগার। এর আগে চালিয়েছে তার বাপ "বিগ বস"। নান্টুর জিনের প্রভাব পড়েছে পরবর্তী প্রজন্মেও। সুন্দরবনের অস্তিত্ব টিকিয়ে রাখতে প্রকৃত চৌকিদার কিন্তু এরাই। অর্ণব নন্দীর তোলা এই ছবিতে বাঘ নয়, ফোকাসে রয়েছে তার ডেরা সুন্দরবন। এই বইটিতেও শুধু বাঘ নয়, ৫০টি নিবন্ধে (যার বেশির ভাগটাই নতুন) এবং অজস্র রঙিন ছবিতে ধরা পড়েছে সুন্দরবনের জল-জঙ্গল-জনসত্তা। "শুধু সুন্দরবন চর্চা" পত্রিকার সম্পাদক গত দেড় দশক ধরে সুন্দরবনের সুখদুঃখের কথা বাইরের পৃথিবীর কাছে পৌঁছে দেওয়ার নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন। এই সংকলন বিশ্বের বৃহত্তম বাদাবনকে বাঁচিয়ে রাখবার নানা ছোট ছোট সুন্দর ভাবনার একত্রীকরণ। এই সময়ে সুন্দরবন নিয়ে যেখানে যত গবেষণা আলোচনা চলে সেই ভান্ডারে এই বই একটি মূল্যবান সংযোজন।
ISBN: | 978-81-959945-6-4 |
Publish Date: | January, 2023 |
Page: | 216 |
Language: | Bengali |
Binding: | Hardboard |