এটি দ্বিতীয় বৃহত্তর সংস্করণ। বর্তমানে ভারতে পাখিদের মোটামুটি ১৩৩১ প্রজাতির সন্ধান মেলে, তার মধ্যে পশ্চিমবঙ্গেই পাওয়া যায় ৮৪০ প্রজাতির। একটি মাত্র রাজ্যে এত বিচিত্র রকমের প্রজাতির পাখি খুব কমই দেখতে পাওয়া যায়। পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান ও জলবায়ুর বৈচিত্র্যের ফলেই এটা সম্ভব হয়েছে। আইউসিএন-এর রেড ডেটা বুক অনুযায়ী এর মধ্যে ৮টি প্রজাতির পাখি মহা বিপন্ন। পশ্চিমবঙ্গের এই ৮৪০ প্রজাতির মধ্যে ৭০০ প্রজাতির পাখি এই সংস্করণে লিপিবদ্ধ করা হলো। প্রত্যেক প্রজাতির ছবি, চেনার উপায়, শরীরের মাপ, এলাকা, খাদ্য, নীড়, প্রজনন ঋতু, উড়ান ইত্যাদির বিবরণ রয়েছে এই বইতে। এছাড়াও প্রত্যেক্ পাখির ইংরিজি নামের পাশে যেমন রয়েছে বিজ্ঞানসম্মত নাম ও বাংলা নাম, তেমনই রয়েছে বৈশিষ্ট্যগুলির প্রতীক বা সিম্বল। তার ফলে কেবল বাংলাই নয়, অন্যান্য ভাষার পাঠকরাও এই বইটিকে পাখি চেনার গাইড বই হিসেবে অনায়াসে ব্যবহার করতে পারবেন।
| ISBN: | 978-93-5786-148-9 |
| Publish Date: | 26-01-2023 |
| Page: | 520 |
| Language: | Bengali |
| Binding: | Soft Case |