রাত্রি যেভাবে নিখুঁত চিনে নেয় ইতস্তত অন্ধকার অথবা ঠোঁটে নিয়ে উড়ে যাওয়া মোহ থেকে যেভাবে মায়া নিখোঁজ হয়... তেমনই এক-একটি বাঁক আচমকা দাঁড় করিয়ে দেয় সহস্র মুদ্রা ভেঙে যাওয়া সুরের ভিতর; নরম ঘুঙুরের ভিতর...”দীর্ঘশ্বাস দীর্ঘ হলে জীবনে মহামারি নামে..” পুড়ে যাওয়া সমগ্র তবু তীব্র জেগে থাকে যেন কতগুলো নির্মোহ "কেন"-র কাছে....
মনোনীতার পঙক্তি সমূহ এমনই রাজকীয় অন্ধকার ও অভিমানের কথাই বলে যায়। এখন ডুয়ার্স থেকে এটি তাঁর প্রথম কাব্যগ্রন্থ। ভূমিকায় কবি লিখছেন
“সাত সুরেই প্রথার যাবতীয় চলাচল, আর সাত সুরেই কেবল পাক খায় প্রথা;
বর্জিত স্বর ও সুরটুকু বুকে নিয়েই।
তাই ‘রেওয়াজ’ আর ‘রিওয়াজ’ মিলেমিশে নদী হয়...”
ISBN: | 978-81-951576-6-2 |
Publish Date: | January, 2022 |
Page: | 88 |
Language: | Bengali |
Binding: | Hardbound |