পৃথিবী জুড়ে পরিবেশের ভারসাম্য বিনষ্ট হচ্ছে দ্রুত৷ যার একটাই পরিণাম--- ক্রমশ ধবংসের পথে এগিয়ে যাওয়া৷ যত দিন যাচ্ছে সংকট তত ঘনীভূত হচ্ছে, বিপদ চোখের সামনে স্পষ্ট হয়ে উঠছে৷ হিমালয়ে ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ ভাসিয়ে নিয়ে যাচ্ছে শয়ে শয়ে মানবশিশু, লক্ষ কোটি মুদ্রা ব্যয়ে নির্মিত সভ্যতা, ভূগর্ভে তলিয়ে যাচ্ছে মানুষের যাবতীয় অহং৷ বারংবার জানান দিচ্ছে পৃথিবীর সব পর্বতই আজ ভয়ংকর বিপদের মুখে৷ কেবল পর্বতের গায়েই নয়, সমতলেও বাঁধের পর বাঁধ দিয়ে একের পর এক নদীকে হত্যা করেছি আমরা, কৃষির প্রকৃত উন্নয়ন বা বন্যা নিয়ন্ত্রণ কোনওটাই করে উঠতে পারিনি৷ নগর সভ্যতার দ্রুত বিস্তারের নেশায়, অর্থের মোহে, পাগলের মতো লুট হয়েছে জলাভূমি৷ ফলত, কেবল শহরেরই নয়, নিজের সন্তানের ফুসফুসও আজ অক্সিজেনের অভাবে ভালো করে শ্বাস নিতে অক্ষম৷ বিশ্ব উষ্ণায়নের সঠিক কারণ নির্ধারিত হয় নি ঠিকই, কিন্তু উষ্ণায়নের মাত্রা যে ক্রমাগত ঊধর্বমুখী তা আমরা হাড়ে হাড়ে টের পাই গ্রীষ্ম আসতে না আসতেই৷ সমুদ্রের বাস্তুতন্ত্র ধবংস করবার কুফল টের পাওয়ার মতো সাধারণ জ্ঞান বা বিদ্যা আমরা অর্জন করিনি, কারণ আজকের শৈশব-কৈশোরের পাঠ্যক্রমে সেসব শিখবার অবকাশ নেই৷ তাই সে জানে না প্রাচীন অরণ্য ধবংস করে জীববৈচিত্র্যের যে ক্ষতি সাধিত হয়, হাজার লক্ষ গাছ লাগিয়ে সে ক্ষতি কখনও পূরণ হয়না৷
এতদিন বিজ্ঞানীরা গলা ফাটিয়ে বিপদের সংকেত দিয়ে এসেছেন, আমরা কর্ণপাত করিনি৷ আজ দুনিয়ার তাবড় রাষ্ট্রনেতাদের হুঁশ হয়েছে, উদ্বিগ্ন হয়ে বারে বারে আলোচনার টেবিলে বসছেন তাঁরা৷ বিশেষজ্ঞদের মতে অনেক ক্ষেত্রেই দেরি হয়ে গিয়েছে, শুধরে নেওয়ার সময় পেরিয়ে গিয়েছে৷ বাকি বহু ক্ষেত্রে এখনও সাবধান না হলে ধবংসের শবাসন ছাড়া আমাদের গত্যন্তর নেই৷ বায়ুমণ্ডলের ক্ষতি সাধন করে, খনিজ সম্পদ শেষ করে, নদী অরণ্য পর্বত ধবংস করে, নাকে কৃত্রিম অক্সিজেনের মাস্ক লাগিয়ে টাকার হিমালয়ের উপরে শুয়ে থাকবে সর্বাঙ্গ প্লাস্টিকে মোড়া মানুষ৷
গ্রন্থকার সৌমেন নাগ একজন চিন্তক-গবেষক-লেখক৷ তাঁর ভাবনা ও কলমের বিস্তৃতি বিজ্ঞান থেকে সমাজবিজ্ঞান সর্বত্র৷ তাঁর দীর্ঘ অধ্যয়ন ও কঠোর পরিশ্রমের ফসল এই বই আজকের পরিবেশ চেতনার একটি আকর গ্রন্থ, পৃথিবীর যে কোনও প্রান্তের সচেতন বাংলা ভাষী নাগরিকের কাছে অতি মূল্যবান হিসেবে বিবেচিত হতে পারে নিঃসন্দেহে৷
ISBN: | 978-81-982286-3-5 |
Publish Date: | December, 2024 |
Page: | 248 |
Language: | Bengali |
Binding: | Hardboard |