১৯৯১ সনের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গে অসুর সম্প্রদায়ের জনসংখ্যা ৪৮৬৪ জন৷ এর মধ্যে উত্তরবঙ্গের অখন্ড জলপাইগুড়ি জেলাতেই এদের মোট সংখ্যা ৩১০৮ জন৷ দার্জিলিং ও কোচবিহার জেলাতেও কিছু সংখ্যক অসুর জনগোষ্ঠীর মানুষ রয়েছেন৷ পশ্চিমবঙ্গের তপশিলি আদিবাসী ৪০টি জনগোষ্ঠীর মধ্যে অসুর অন্যতম একটি জনগোষ্ঠী যারা নিজেদের অতীতের এই একই নামের জনগোষ্ঠীর উত্তরপুরুষ বলে দাবি করেন৷ তবে এটি ঠিক যে অসুর শব্দটি হিন্দু একাধিক ধর্মগ্রন্থে লিপিবদ্ধ আছে৷ যেমন ঋকবেদ, ব্রাহ্মনাদ, অরণ্যকাশ, উপনিষদ, পুরাণ ইত্যাদি৷
| ISBN: | 978-81-939910-8-4 |
| Publish Date: | November 2019 |
| Page: | 112 |
| Language: | Bengali |
| Binding: | Hardboard |