দশ বছরে ‘শ্রীমতী ডুয়ার্স’। তারই উদযাপনস্বরূপ এই বিশেষ সংকলন। ‘এখন ডুয়ার্স’ পত্রিকার বিশেষ বিভাগ থেকে স্বতন্ত্র একটি সংগঠনে নিজেকে প্রতিষ্ঠিত করা কম কথা নয়। ‘শ্রীমতী ডুয়ার্স’ যেন নিজেই একটি আন্দোলন-- নারীর আত্মপ্রতিষ্ঠার লক্ষ্যে, সমাজকল্যাণের মন্ত্রে যে ছিল নিজের জল-জঙ্গল-জনসত্তার কাছে দায়বদ্ধ। ডুয়ার্সের স্থানিক পরিসরকে অবলম্বন করে ক্রমশ তার ব্রতকে ছড়িয়ে দিয়েছিল আন্তর্জাতিক আঙিনায়। প্রচারের আড়ালে থাকা বিভিন্ন মানবীর সংগ্রাম ও বিজয়গাথা উঠে এসেছিল ধারাবাহিক ভাবে। মেয়েবেলার গল্প লিখে রাখছিল কালের মাত্রাকে। ক্রমবর্ধমান নারীবিশ্বের পরিচয় আমাদের সামনে তুলে আনছিল বহুমাত্রিক অস্তিত্বের নন্দনকেই। প্রতিটি উৎসব যেমন উৎসে ফেরার অঙ্গীকার, এই সংকলনও হয়তো তাই। ফিরে দেখা ফেলে আসা দিন। খুঁজে নেওয়া প্রতিজ্ঞার স্বর। ভুবনগ্রামে নারীর নিজস্ব ঘর খোঁজা চলছে আজও। লেখক কিংবা বিষয়বস্তু নির্বাচনে এই সংকলন ডুয়ার্সের সীমানায় আটকে থাকেনি— পুরাণ থেকে রাজনীতি, ধর্ম থেকে আখ্যান, কবিতা থেকে সম্পর্কের সমীকরণ— এক মলাটে ধরা রয়েছে এক আকাশ।
নিবন্ধ তালিকায় আছে: খনা ও তাঁর বচন। মধ্যযুগে মেয়েদের লেখায় বাংলা সাহিত্য। অর্ধেক আকাশের কথা। গায়ত্রী দেবী ও ইন্দিরা গান্ধী। রোপিউলানি। মনিপুরের মা। দেশ বিভাজন ও নারী। পুরাণ ও মহাকাব্যের নারী ও তাঁদের জীবন যাত্রা। আশাপূর্ণা দেবী: একটি দস্যিমেয়ের গল্প। বাণী বসুর উপন্যাস অতীত হয়ে ভবিষ্যতের পরম্পরা। উত্তরবঙ্গের ধর্মাচরণ। নারী মনন ও পরিবেশ ভাবনা: লৌকিক ব্রত। খেলার শহর শিলিগুড়ি ও মেয়েরা।
ISBN: | 978-81-982541-1-5 |
Publish Date: | 11-09-2025 |
Page: | 168 |
Language: | Bengali |
Binding: | Hard Board |