নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক। হিমালয়ের কোলে এই প্রাচীন অরণ্য সাধারণ মানুষ তো বটেই, বিশ্বের তাবৎ অরণ্যপ্রেমী তথা প্রকৃতিবিদদের কাছে আজও অধরা, অপার বিস্ময়ে ভরা; সভ্যতার সংস্পর্শ থেকে দূরে যেখানে প্রকৃতির নিবিড় অন্তঃপুরে বছরের পর বছর ধরে গড়ে উঠেছে জীববৈচিত্র্যের এক সুবিশাল ভাণ্ডার। পশ্চিমবঙ্গ বনবিভাগের একগুচ্ছ আধিকারিকের তৎপরতায় ও উদ্যোগে একদল নিবেদিত মনপ্রাণ অনুসন্ধানী-গবেষকদের নিয়ে এই অরণ্যের গভীরে বিভিন্ন অংশে বিগত কয়েক বছরে সংগঠিত হয়েছিল পরপর কয়েকটি ক্ষেত্রসমীক্ষা অভিযান। সেখানকার মাশরুম-অর্কিড-গাছপালা থেকে শুরু করে পিঁপড়ে, মাছি, ফড়িং, মাকড়সা, প্রজাপতি, মথ হয়ে সাপ, ব্যাঙ, পাখি, স্তন্যপায়ী -- এতটাই সুবিস্তৃত ছিল এই সমীক্ষাপর্ব। এই সংকলনে সেইসব আহরিত তথ্য ও ছবির সঙ্গে রয়েছে এই দুর্গম অরণ্যের অসামান্য ভূপ্রকৃতি ও দুঃসাহসিক অভিযানের বর্ণনা ও ছবি। সমীক্ষকদলের কঠোর পরিশ্রমলব্ধ বিশাল অভিজ্ঞতার নির্বাচিত অংশ নিয়ে সংকলিত হয়েছে এই বই। নেওড়া ভ্যালির অরণ্য নিয়ে এই ধরনের বই বাংলায় এর আগে হয় নি
| ISBN: | 978-81-992961-7-6 |
| Publish Date: | 22-11-2025 |
| Page: | 144 |
| Language: | Bengali |
| Binding: | Hard Board |