অরণ্যের অবস্থান, সৌন্দর্য ও জীবের বৈচিত্র্য নিরিখে পৃথিবীর কোনো দেশই ভারতের ধারে কাছে আসে না। একশোর বেশি ন্যাশনাল পার্ক আর চারশোরও বেশি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রয়েছে আমাদের দেশে, যা এক জীবনে ঘুরে দেখা সম্ভব নয়। একেক ঋতুতে একেক জঙ্গলের রূপ ও মহিমা একেক রকম, যা আস্বাদন করতে গেলে অরণ্য বিশেষজ্ঞ হতে হবে তার কোনো মানে নেই। নিছক প্রকৃতিপ্রেমী হলেই অরণ্যকে নিবিড়ভাবে ভালোবাসা যায়। একজন সাধারণ পর্যটক এরপর ফাঁক পেলেই ছুটে যান দেশের নানা প্রান্তের অরণ্যে, সীমিত সাধ্য ও সময়ের মধ্যে খুঁজে বের করেন সেই জঙ্গলের আলাদা ফ্লেভার। একে একে এরকম পঞ্চাশটি কাহিনি ও সংশ্লিষ্ট ছবি ও তথ্য সাজিয়ে গড়ে ওঠে আস্ত একটা হ্যান্ডবুক। যা আরেক প্রকৃতি পর্যটককে উদ্বুদ্ধ করে তুলতে পারে পাখি অরণ্য ও বন্যপ্রাণকে গভীর ভালোবাসতে। একজন আম পর্যটকের লেখায় ছবিতে সমৃদ্ধ এরকম বই যে বাংলায় দ্বিতীয়টি নেই তা হলফ করে বলা যায়।
ISBN: | 978-81-961345-2-5 |
Publish Date: | January, 2023 |
Page: | 208 |
Language: | Bengali |
Binding: | Hardboard |