মুর্শিদাবাদকে নিঃসন্দেহে বলা যায় ইতিহাসের বাগিচা, যেখানে নানা ধর্মের নানা বর্ণের মানুষ রেখে গিয়েছে সাংস্কৃতিক বৈচিত্র্যের বিপুল ভাণ্ডার। সপ্তম শতকের রাজা শশাংকের রাজধানী কর্ণসুবর্ণ, প্রাচীন সতীপীঠ কিরীটেশ্বরী, সুলতানি আমলের খেরুর মসজিদ, সিরাজদ্দৌলা নির্মিত মদিনা, রাণী ভবানীর মুর্শিদাবাদ রীতির মন্দির, অষ্টাদশ শতকের পুরনো আর্মেনিয়ান গির্জা, ভারতের বৃহত্তম প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা হাজারদুয়ারি, নানা তীর্থংকরদের মূর্তি সম্বলিত বহু জৈন মন্দির ইত্যাদি মুর্শিদাবাদ জেলার পর্যটনকে সমৃদ্ধ করেছে। লেখক শান্তনু বিশ্বাস, মুর্শিদাবাদে জন্ম ও বেড়ে ওঠা, একজন ইতিহাস অনুসন্ধানী ও আলোকচিত্রী। এই বইতে তাঁর নিজের তোলা ১৫০টি রঙিন ছবি ও সঙ্গে ইতিহাসের সংক্ষিপ্ত বর্ণনার মাধ্যমে লেখক অবতীর্ণ হয়েছেন প্রকৃত ট্যুরিস্ট গাইডের ভূমিকায়, যা আগ্রহী পর্যটকের উৎসাহ বাড়িয়ে তুলবে।
| ISBN: | 978-81-996277-6-5 |
| Publish Date: | 04-01-2026 |
| Page: | 152 |
| Language: | Bengali |
| Binding: | Hard Board |